মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:২৬:৪৭

বিশ্বে সবথেকে বেশি অস্ত্র মজুত করছে যে দেশ!

বিশ্বে সবথেকে বেশি অস্ত্র মজুত করছে যে দেশ!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের অস্ত্র বাজারে ক্রেতার তালিকায় শীর্ষে ভারত। চীন ও পাকিস্তানের নাম ভারতের থেকে অনেক পিছিয়ে। স্টকহোম আন্তর্জাতিক পিস রিসার্চ ইনস্টিটিইটের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।  রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে সব থেকে বেশি অস্ত্র আমদানি করে ভারত।

গত ৫ বছরে ভারত অন্যান্য দেশ থেকে যে পরিমাণ অস্ত্র কিনেছে তা নজরে পড়ার মতো। ২০১২ সালের মধ্যে বিশ্ব বাজার থেকে ১৩ শতাংশ অস্ত্র আমদানি করেছে ভারত। ২০১৬ সালে সবচেয়ে বেশি অস্ত্রের আমদানি করেছে ভারত।

সংস্থাটির দাবি, চীন দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির উপর বেশি জোর দিচ্ছে। ভারত সেদিক থেকে বেশি নির্ভরশীল রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইজরায়েলের অত্যাধুনিক অস্ত্রের উপর।  মধ্য এশিয়ায় সন্ত্রাস বৃদ্ধি পাওয়ার পর থেকে সৌদি আরব অস্ত্র আমদানি বাড়িয়ে দিয়েছে। তাই ভারতের পরেই ২য় তালিকায় স্থান করে নিয়েছে সৌদি আরব।  

২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে