বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৩৫:৪৭

সিঙ্গাপুরের আকাশে হঠাৎ ফায়ার রেইনবো! তোলপাড় সারা ‍দুনিয়ায়

সিঙ্গাপুরের আকাশে হঠাৎ ফায়ার রেইনবো! তোলপাড় সারা ‍দুনিয়ায়

এক্সক্লুসিভ ডেস্ক: সিঙ্গাপুরের আকাশে সোমবার বিকেলে এক দুর্লভ ধরণের বহুরঙা মেঘ দেখা গেছে। স্থানীয় পত্রপত্রিকা বলছে, এটা সম্ভবত ছিল যাকে বলা হয় 'আগুনে-রংধনু' বা ফায়ার রেইনবো । আকাশে বরফ-স্ফটিকের মেঘ তৈরি হলে এবং তাতে সূর্যের আলো পড়লে এই বিশেষ ধরণের রংধনু সৃষ্টি হয়। আর এই নিয়ে সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।


তবে অন্য অন্য অনেকে বলেছেন বায়ুমন্ডলে পানির কণা বা স্ফটিক থেকে আলো ছিটকে পড়েও এমনটা হতে পারে।
নগর-রাষ্ট্রটির বাসিন্দাদের মোহিত করেছে এই বহুবর্ণিল মেঘ - যা দেখা গেছে মাত্র ১৫ মিনিটের জন্য।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শুরুতে এটা ছিল কমলা রঙের একটা বৃত্তের মতো, কিন্তু তার পরএটা ক্রমশ আরো বড় হতে লাগলোএবং অন্য আরো নানা রঙ ফুটে উঠতে শুরু করলো।-বিবিসি
২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে