৯শ’ কেজির কুমড়া!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক : কুমড়া আমরা সবাই দেখেছি।  কিন্তু এমন এক কুমড়া যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না।  কুমড়াটির ওজন ৯শ’ কেজি!
এমন বিশাল ওজনের হাইব্রিড কুমড়া এর আগে হয়তো দেখিনি।  
প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো ক্যালিফোর্নিয়ায় কুমড়া চাষ হয়ে থাকে।  তাদের টার্গেট থাকে বিশাল আকারের কুমড়া উৎপাদনের।  এসব কুমড়া উৎপাদন করে তারা রেকর্ড করতে চান।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় কুমড়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় উৎপাদিত কুমড়া নিয়ে চাষিরা অংশগ্রহণ করেন।
নানা ধরনের ও আকৃতির কুমড়া নিয়ে প্রদর্শনীতে হাজির হন নানা পেশার হাজার হাজার মানুষ।  এবছর এই প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছে ১৯৬৯ পাউন্ড অর্থাৎ প্রায় ৯শ’ কেজি ওজনের একটি কুমড়া। 
প্রতিযোগিতায় শীর্ষস্থানে থাকা কুমড়াটি দেখতে রীতিমত ভিড় জমে যায়। উপস্থিত সবাই বিশাল আকৃতির কুমড়াটির দিকে তাকিয়ে থাকে! স্বচক্ষে দেখার পর অনেকের মন্তব্য, এতো বিশাল আকৃতির কুমড়া কী বাস্তবে হওয়া সম্ভব?
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �