সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৫১:১০

সাকিবের সঙ্গে সেদিন কেঁদেছিলো পুরো বাংলাদেশ

সাকিবের সঙ্গে সেদিন কেঁদেছিলো পুরো বাংলাদেশ

এক্সক্লুসিভ ডেস্ক: সাম্প্রতিককালে আমাদের আবেগ নিয়ে যে খেলাটা সবচেয়ে বেশী খেলেছে তা হলো ক্রিকেট। ক্রিকেটের সাথে আমরা এতোটাই জড়িয়ে গেছে যে একটা ম্যাচের প্রতিটা বল, প্রতিটা মুহুর্ত আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে।

শুধু ম্যাচেই নয়, প্রত্যেকটা ক্রিকেট তারকাদের সাথে জড়িয়ে আছে আমাদের জীবনের সুখ-দুঃখ-হাসি-আনন্দ বেদনা সহ জীবনের প্রায় প্রতিটা ভাগই। শিশু থেকে যুবা, যুবা থেকে বৃদ্ধ সবার আবগের অনেক বড় অংশ জুড়ে এখন ক্রিকেট।

এখন শুধু নিজের দেশের খেলা হলেই না, অন্য কোনো দেশের খেলা হলেও আমরা খুব মনোযোগে খেলা দেখি। ক্রিকেটের কিছু কিছু দৃশ্য মানুষের মনে সারা জীবন থেকে যাবে। তার মাঝে এমন কিছু দৃশ্য আছে যা কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে।

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র দুই রানে হেরে ছিলো বাংলাদেশ।মিরপুরের ছবিটা সেদিন কান্নার। মুশফিকের কান্না, এনামুলের কান্না, সাকিবের কান্না। নাসিরের কান্না। সঙ্গে কেঁদেছিল পুরো বাংলাদেশ। গোটা জাতির বিষাদমাখার এমন উপলক্ষ্যও আসে না এমন! ৩ উইকেট হাতে নিয়ে ৬ বলে ৯ রান করতে না পারার আক্ষেপ তাড়া করবে অনেকদিন।
এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে