সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:২৫:৫৪

খালি হাতে এক মিনিটে ১৪৫টি নারকেল ভেঙে বিশ্ব রেকর্ড!

 খালি হাতে এক মিনিটে ১৪৫টি নারকেল ভেঙে বিশ্ব রেকর্ড!

এক্সক্লুসিভ ডেস্ক: কয়েক দিন আগে পর্যন্তও রেকর্ডের শিরোনামে ছিলেন জার্মানির মহম্মদ কারিম্যানোভিক। খালি হাতে ১১৮টি নারকেল ভেঙেছিলেন তিনি, মাত্র এক মিনিটে।

কিন্তু, সে রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন ভারতের এক যুবক। কেরলের পুঞ্জর জেলার ২৪ বছরের আবেশ পি ডমেনিক, এই নতুন রেকর্ড গড়লেন। কেরলের রাজ্য পরিবহণ সংস্থার কর্মচারী আবেশ, এক মিনিটে ১৪৫টি নারকেল ভেঙেছেন। যদিও পুরোপুরি ভাঙতে সমর্থ হন ১২৪টি।

ত্রিশূর শহরের শোভা সিটি মল-এ আনুষ্ঠানিক ভাবে আবেশ এই কাণ্ড ঘটান। এবং সেই ভিডিও পাঠানো হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। আগামী ছ’মাসের মধ্যে আবেশ পি ডমেনিকের নাম স্থান পাবে গিনেস বুক-এ।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গিয়েছে যে, এর আগে আবেশ পি ডমেনিক আরও বেশ কিছু এমন রেকর্ড করেছেন। কখনও হেলমেট ভেঙে, কখনও হকি স্টিক, কখনও বা দাঁত দিয়ে বাস টেনে। তাঁর নানা কীর্তি স্থান করে নিয়েছে লিমকা বুক অফ রেকর্ডস, ইউনিভার্সাল রেকর্ড ফোরম, অ্যাসিস্ট ওয়ার্ল্ড রেকর্ড-এর মতো নানা তালিকায়।-এবেলা
২৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে