মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:২০:০৩

গৃহশিক্ষকের মাথায় বাড়ি দিয়ে চেয়ার ভাঙলেন ছাত্রের বাবা

গৃহশিক্ষকের মাথায় বাড়ি দিয়ে চেয়ার ভাঙলেন ছাত্রের বাবা

এক্সক্লসিভ ডেস্ক: পড়াতে হবে ছেলেকে। রাজি না হওয়ায় এক গৃহশিক্ষকের মাথায় চেয়ার ভাঙলেন বাবা। এ ঘটনা ঘটেছে কলকাতার সল্টলেকে। অবশ্য মাথায় চেয়ার ভাঙার পরও ওই শিক্ষক পড়াতে রাজি হননি ছাত্রকে। তিনি থানায় নালিশ করেছেন। এরপর অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে।
 
জানা গেছে, ওই গৃহশিক্ষক বেশ ভালো পড়ান। অন্য বাড়িতে বেশ সুনাম তৈরি হয়েছে। তাই আরেক ছাত্রের পিতা চেয়েছিলেন তার ছেলেটিকেও ওই শিক্ষকের অধীনে রেখে পরীক্ষার জন্য তৈরি করতে।

কিন্তু তার ছেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলে শিক্ষক বুঝতে পারলেন—ছেলেটিকে বই গিলে খাওয়ালেও পাস করানো যাবে না। এরপর তিনি জানিয়ে দিলেন তার হাতে সময় নেই। তখন ‘বটে রে’ বলে ওই যুবকের মাথায় বাড়ি দিয়ে ভেঙে দেন চেয়ার।-আনন্দবাজার
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে