মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৩০:১১

বাঘের সাথে মানুষের লড়াই! তার পর যা হলো...

বাঘের সাথে মানুষের লড়াই! তার পর যা হলো...

এক্সক্লুসিভ ডেস্কঃ বাঘে-মানুষে টানাটানি। মরণপণ লড়াই। জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। জীবন বাঁচানো গিয়েছে। কিন্তু সুন্দরবনে জখম তিন মত্স্য জীবী। তবে বাঘের সঙ্গে লড়ে, এক সঙ্গীকে ফিরিয়ে আনল বাকি দু'জন সঙ্গী। বাঁচল প্রাণ।

 জানা গিয়েছে, সুন্দরবন তথা কুলতলির মোট পাঁচ জন মৎস্যয়জীবী মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
নৌকো থেকেই আচমকা একজনকে টেনে জলে নামিয়ে নেয় বাঘ।

তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন দুই সঙ্গী। নিজেরা জখম হলেও, শেষপর্যন্ত আরেক সঙ্গীকে বাঘের মুখ থেকে উদ্ধার করেন তাঁরা।
তিন মৎস্যয়জীবী জীবীই ভর্তি হাসপাতালে। তাঁদের আঘাত বেশ গুরুতর।-জি নিউজ
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে