হাই হিলে তরুণীর অনন্য রেকর্ড, ১০ বছর ফ্রি জুতা
এক্সক্লুসিভ ডেস্ক : হাই হিল প্রতিযোগিতায় এক সুন্দরী তরুণী অনন্য রেকর্ড করেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে হাই হিল রেস প্রতিযোগিতায় তিনি এমন রেকর্ড গড়লেন।
প্রতিযোগিতায় প্রায় ১শ’ প্রতিযোগিকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন জুলি নামের এক তরুণী। কমপক্ষে ৮ সেন্টিমিটার উঁচু হিল পরে গোলাপী কার্পেটে মোড়ানো ৬০ মিটার পথ পাড়ি দেয়ার প্রতিযোগিতায় অংশ নেন ৮২ জন নারী। ২২ হাজার প্রতিযোগী থেকে বাছাই করা হয় ৮২ জনকে।
প্রতিযোগিতার আয়োজক ফরাসি অনলাইন সু বিক্রেতা প্রতিষ্ঠান সারেঞ্জা কোম্পানির প্রচারণা ও প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে এ ধরনের আয়োজন করা হয়।
পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীকে ১০ বছরের জন্য বিনামূল্যে জুতা সরবরাহ করবে বলেও জানিয়েছে কোম্পানিটি।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম