এক্সক্লুসিভ ডেস্ক : সাজানো গোছানো বিয়ের আসর৷ শেরওয়ানি পরে ঘুরে বেড়াচ্ছেন বর৷ সব ঠিকঠাক৷ এমন সময় আসরে প্রবেশ করলেন এক মহিলা৷ একেবারে রণরঙ্গিনী মূর্তি৷ এসেই কোনও কথাবার্তা ছাড়া ঝাঁপিয়ে পড়লেন বরের উপর৷ চলল রীতিমতো ধোলাই, ধস্তাধস্তি৷
মহিলার দাবি, বর্তমান বর আসলে হচ্ছে তার স্বামী৷ তাকে না জানিয়েই হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সে৷ আর তাই তার এই ‘অ্যাকশন’৷ অনায়াসে এ কোনও বলিউডি ছবির দৃশ্য হতে পারত৷ কিন্তু লুধিয়ানার এক বিয়ের আসর সাক্ষী থাকল এরকমই নিখাদ বাস্তবের৷
জানা গেছে, এই বিয়ের পাত্র ছিলেন ৪২ বছরের বিশাল কুমার সোনু৷ আর কনের বয়স নাকি মোটে ২৪৷ মলহার রোডের এক রেস্তরাঁয় বসেছিল বিয়ের আসর৷ সেখানেই হাজির হন রাখি নামে ওই মহিলা৷ চড়াও হন বরের উপর৷ ঘটনায় হকচকিয়ে যান বরপক্ষ ও কনেপক্ষের লোকজনরা৷ বিস্মিত অতিথি-অভ্যাগতরাও৷
রাখি নামে ওই মহিলার দাবি, সোনু আসলে বিবাহিত৷ পরে রাখির ভাই জানান, সোনুর সঙ্গেই রাখির বিয়ে হয়েছিল বছর আঠেরো আগে৷ তেরো বছরের সন্তানও রয়েছে তাদের৷ কিন্তু দাম্পত্যে অশান্তির জেরে রাখি বাবার বাড়িতে গিয়ে থাকতেন৷ সেই ফাঁকেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন সোনু৷ খবর পেয়ে সোজা বিয়ের আসরেই গিয়ে চড়াও হন রাখি৷
এদিকে নতুন কনের পরিবারও ঘটনায় বিস্মিত৷ সোনু যে বিবাহিত তা তারা জানতেন৷ তবে প্রথম স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়েছিল বলেই দাবি করেছিলেন সোনু৷ ফলে বিয়েতে আর আপত্তি করেননি৷ কিন্তু রাখির দাবি, সোনুর সঙ্গে তার ডিভোর্স হয়নি৷ আইনত তিনিই সোনুর স্ত্রী৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুলিশ৷ পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে৷ সংবাদ প্রতিদিন।
০৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস