সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৪:৫৫:৩০

পূজোয় অনলাইনে বিক্রি হচ্ছে গোবর বিস্কুট

পূজোয় অনলাইনে বিক্রি হচ্ছে গোবর বিস্কুট

এক্সক্লুসিভ ডেস্ক : তথ্যপ্রযুক্তির উন্নতিতে অনলাইনে কেনাকাটাও বৃদ্ধি পেয়েছে শহুরে জীবনে। এবার এই কেনাকাটায় যোগ হয়েছে গোবর। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। কারও বা গা-ও ঘিনঘিন করছে হয়তো। কিন্তু প্রয়োজন বলে কথা! তাই এ আইডিয়া নিয়ে অনলাইনে মার্কেটিংয়ে নেমেছে ই-বাণিজ্যের সাইট ই-বে, অ্যামাজন, শপক্লুস ও বিগ বাস্কেট। কিন্তু এটা আপাতত হিন্দুপ্রধান দেশগুলোতেই পাওয়া যাবে। কারণ হিন্দুদের পূজোয় গোবর হল অতি প্রয়োজনীয় একটি জিনিস। আর শহুরে মানুষরা তো গরু পুষে না। তাই পুজোর উপহার হিসেবেই এই গোবর বিক্রির উদ্যোগ নিয়েছে ওই সাইটগুলো। কিন্তু এ গোবর প্রক্রিয়াজাত। এটাতে দুর্গন্ধ ছড়াবে না। একেবারে খটখটে শুকনো সুন্দর প্যাকেট করা। ই-বে-তে ২২টি গুণগত মানসম্পন্ন ঘুঁটের (গোবর বিস্কুট) দাম পড়বে ২৭৪ টাকা ৫০ পয়সা। নির্মাতা সংস্থার দাবি, একটি ঘুঁটের ব্যাস ৯ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার পুরু। ওয়েবসাইট। - যুগান্তর ডেস্ক ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে