সোমবার, ০৬ মার্চ, ২০১৭, ০৬:৩৭:৪৪

আবুধাবিতে প্রায় ১৩ কোটি টাকার লটারি জিতলেন এই তরুণ শ্রমিক!

আবুধাবিতে প্রায় ১৩ কোটি টাকার লটারি জিতলেন এই তরুণ শ্রমিক!

আন্তর্জাতিক ডেস্ক:  গতকাল মেগা বাম্পারে ৭০ লক্ষ দিরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৭১,৭০,০০০ টাকা) জিতেছেন কেরলের পলাক্কড় জেলার বাসিন্দা শ্রীরাজ কৃষ্ণণ কোপ্পারেমবিল। এই তরুণের জীবন আমূল বদলে দিল একটা জ্যাকপট।

গত ন’বছর ধরে আবুধাবিতেই থাকেন কৃষ্ণণ। জয়ের খবর পেয়ে তাঁর প্রতিক্রিয়া, বিগ টিকিট থেকে ফোন পেয়ে আমি প্রায় এক মিনিটের জন্য বিহ্বল হয়ে গিয়েছিলাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, এটা সত্যি!

তিনি জানান, যে টিকিটে তিনি কোটিপতি হয়েছেন, তার সংখ্যা ছিল ৪৪৬৯৮। একটি শিপিং সংস্থায় কো-অর্ডিনেটরের কাজ করা কৃষ্ণণ যোগ করেন, আমি এখন নিশ্চিত এটাই আমার লাকি সংখ্যা।

কৃষ্ণণ জানান, তিনি বহুদিন থেকেই লটারি কিনছেন। কিন্তু, কখনও কিছুই পাননি। বলেন, আমি ওই টিকিট কেনার সময়ই স্থির করি, এটাই হবে আমার শেষ চেষ্টা। আর এখন তো লটারি কেনার কোনও প্রয়োজন নেই আমার।

জানা গিয়েছে, মাসে ৬ হাজার দিরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৯ লক্ষ টাকা) বেতন পান কৃষ্ণণ। তিনি জানান, প্রথমে এই টাকা দিয়ে ভারতে তাঁর বাড়ির ঋণ চোকাবেন। বলেন, আমার স্ত্রীও তাই চান।
০৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে