সোমবার, ০৬ মার্চ, ২০১৭, ১০:৩৬:৩১

টয়লেটের থেকে বের হলো দুর্গন্ধ, জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের

টয়লেটের থেকে বের হলো দুর্গন্ধ, জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের

এক্সক্লুসিভ ডেস্ক: বেঙ্গালুরু থেকে দিল্লির দিকে রওনা দিয়েছিল স্পাইস জেটের বোয়িং ৭৩৭৷ কমপক্ষে ১৮৪ জন যাত্রী ছিলেন। এরই মধ্যে ছিল চার সদ্যোজাত৷ কিন্তু মাঝ পথেই জরুরি অবতরণ করতে বাধ্য হল যাত্রীবাহি বিমানটি৷ না, যান্ত্রিক ত্রুটি কিংবা কোনও যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটেনি।

কোনও নাশকতার ঘটনাও ঘটেনি। বেসরকারি বিমানের এই আচমকা অবতরণের কারণ কি জানেন? দুর্গন্ধযুক্ত টয়লেট৷ টয়লেটের শোচনীয় অবস্থার জন্যই জরুরি অবতরণ করতে হল আস্ত একটা বিমানকে৷ জানা গিয়েছে, দুর্গন্ধ সবচেয়ে বেশি আসছিল বিমানের সামনের দিক থেকে৷ যেখানে শৌচালয়টি ছিল৷

অবস্থা এতটাই খারাপ ছিল যাত্রীদের পক্ষে বিমানে বসে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই হায়দরাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। অনুমতি পাওয়া মাত্রই অবতরণ করে বিমানটি। কর্মীদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানো হয়৷ এক ঘণ্টা পর ফের গন্তব্যের দিকে রওনা দেয় বিমানটি।

এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের সময় বহুবার শৌচালয় নিয়ে অভিযোগ তুলেছেন যাত্রীরা৷ কিন্তু বেসরকারি বিমানে যেখানে বেশি দাম দিয়ে টিকিট কিনে যাত্রীরা যাতায়াত করেন, সেখানে কেমন করে শৌচালয়ের অবস্থা এত শোচনীয় হয়। সেই প্রশ্নই উঠছে৷ কেন শৌচালয় থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল, সেই কারণও জানানো হয়নি৷-সংবাদ প্রতিদিন
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে