এক্সক্লুসিভ ডেস্ক: মোটরসাইকেল প্রায় সকলেরই কাছে প্রিয়। নিজের শখ পূরণ করার জন্য কখনও বয়সও দেখতে হয় না। আজ আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোটর সাইকেলের কথা বলবো। যে মোটরসাইকেলে লাগানো রয়েছে ট্যাঙ্কের ইঞ্জিন।
এই মোটরসাইকেলে সোভিয়েত যুগের রাশিয়ান ট্যাঙ্কের T55 ইঞ্জিন লাগানো রয়েছে। যার ফলে এটা অত্যন্ত শক্তিশালী। এই মোটরসাইকেলটি জার্মানীর চিল্লা গ্রামে উপস্হিত রয়েছে।
চাকাটি ট্রাক্টরের চাকার অনুরূপ। এই মোটরসাইকেলটি আকারে এতটাই বড় যে এর আগে ট্রাকের আকারও ছোট মনে হবে। ইঞ্জিন এতটাই শক্তিশালী যে যখন এটাকে শুরু করা হয় তখন পুরো গ্রামে এর আওয়াজ শোনা যায়।- ইন্টারনেট
৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস