এক্সক্লুসিভ ডেস্ক: একই আসরে ১০৪ জনের বিবাহ সম্পর্ন করে বিশ্ব রেকর্ড! ২৬ জন মুসলমানসহ। এমন গণবিবাহ শুধু এ দেশেই নয়, বিশ্বেও নজিরবিহীন। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ১০৪ জন যুগলের গণবিবাহ দেওয়া হল।
এবং তাঁরা প্রত্যেকেই শারীরিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন। গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই উদ্যোগ।
গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জনসংযোগ আধিকারিক জানান, বিশ্বে এই প্রথমবার এক ছাদের নিচে এমন ১০৪ জনের গাঁটছড়া বাধা হল যাঁরা প্রত্যেকই শারীরিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন।
এটা রেকর্ড। এই নবদম্পতিদের মধ্যে সব ধর্মেরই যুবক-যুবতীরা ছিলেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ৭৭টি হিন্দু যুগল, ২৬টি মুসলমান যুগল এবং ১টি শিখ যুগল ছিলেন এই বিবাহ-বাসরে।
গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে জেলা প্রশাসনকে একটি শংসাপত্রও তুলে দেওয়া হয়েছে।-সংবাদ প্রতিদিন
এমটিনিউজ২৪ডটকম/এম,জে