শনিবার, ১১ মার্চ, ২০১৭, ০৯:৩৮:৩৫

মোদির পর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন এক চা-বিক্রেতা

মোদির পর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন এক চা-বিক্রেতা

এক্সক্লুসিভ ডেস্ক : ইতিহাস নিজের পুনরাবৃত্তি করে। কথাটা যে কতটা সত্যি তা প্রমাণ করল উত্তরপ্রদেশের নির্বাচন। গেরুয়া ঝড়ে অখিলেশ যাদব, মায়াবতি ও রাহুল গান্ধীদের উপরে দিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাংক অনুসরণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন এককালের চা বিক্রেতা কেশব প্রসাদ মৌর্য্য।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির উত্থানের কারণ ছিল অনগ্রসর শ্রেণি (যাদব নয়) ও দলিতদের সমর্থন। তাই ২০১৭ সালে সেই শ্রেণিকে কাজে লাগাতে গেরুয়া দলটি তুলে এনেছে বেশ কয়েকটি মুখ যার মধ্যে প্রধান হচ্ছেন কেশব প্রসাদ মৌর্য্য। ফুলপুর থেকে লোকসভা সাংসদ মৌর্য্যকে ২০১৬ সালে উত্তরপ্রদেশের দায়িত্বভার দেওয়া হয়। শুধু তাই নয়, জেলা স্তরেও অনগ্রসর শ্রেণি থেকে বেশ কয়েকজন নেতাকে প্রধান হিসেবে নিযুক্ত করে বিজেপি।

প্রথম জীবনে সক্রিয় আরএসএস কর্মী ছিলেন ৪৮ বছর বয়সী মৌর্য্য। পরে বিশ্ব হিন্দু পরিষদের নেতা হিসেবেও উত্তরপ্রদেশের দায়িত্ব সামলেছেন তিনি। ছাপোষা পরিবারে বড় হয়ে ওঠা মৌর্যও একসময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো চা বিক্রি করেছেন। এবং এভাবেই সংঘর্ষের মধ্যে দিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। শোনা যাচ্ছে, কেশব প্রসাদ মৌর্য্যই হতে চলেছেন ভারতের সবচেয়ে বৃহৎ রাজ্যটির মুখ্যমন্ত্রী।
১১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে