এক্সক্লুসিভ ডেস্ক: রাস্তার সিসি ক্যামেরায় ধরা পড়ল গা শিউরানো এক ঘটনা। চীনের এক ব্যস্ত রাস্তায় একটি গাড়ি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারাল। ওই রাস্তার পাশেই বাড়ি। প্রথম বাড়িটির ছাদ রাস্তা ঘেঁষে রয়েছে। গাড়িটি সরাসরি চলে গেল ছাদের ওপর। গিয়েই আটকে গেল সেখানে। চালক বেচারা বোকা বনে গেলেন। মারাত্মক দুর্ঘটনা ঘটতে গিয়েও যেন বেঁচে গেলেন তিনি। পরে তাকে গাড়ির দরজা খুলে নেমে আসতেও দেখা যায়। স্থানীয় জনতা ও পুলিশ এসে উদ্ধার করে চালককে। একটি ক্রেনে করে নামিয়ে আনা হয় গাড়িটি।
১৪ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস