এক্সক্লুসিভ ডেস্ক: কোনও পাইপ নেই, অথচ কল থেকে অবিরাম জল পড়ে চলেছে! কলের মুখ হাওয়ায় ভাসছে, তা থেকে অঝোর ধারায় জল পড়েই চলেছে। আশ্চর্য হলেও এ রকম কল আমেরিকা, কানাডা, স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে গেলেই দেখতে পাওয়া যাবে। পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই ম্যাজিক কল।
অনেকের মনেই প্রশ্ন উঠবে এমনটা কী করে সম্ভব?-আনন্দবাজার
১৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/পিপি/টিএস