বুধবার, ১৫ মার্চ, ২০১৭, ১০:২২:১০

বিশ্বের সবচেয়ে অবেদনময়ী সুন্দরী নার্স!

বিশ্বের সবচেয়ে অবেদনময়ী সুন্দরী নার্স!

এক্সক্লুসিভ ডেস্ক : দেড় লাখের উপর ইন্সটাগ্রাম ফলোয়ার। ছবি প্রতি লাইক কিন্তু প্রকৃত ভালোবাসার থেকে কম। তাকে ঘিরে উন্মাদনা কম নয়। তার ছবি দেখে অনেক সময় নাকি অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠেন আবার কখনও সুস্থ মানুষের হৃদস্পন্দনের গ্রাফ ওঠানামা করে অসুস্থ হয়ে পড়েন!

তিনি কোনও অভিনেত্রী বা মডেন নন। তিনি একজন নার্স। হতে পারে বিশ্বের সুন্দরীতম নার্স। বা অবেদনময়ী তমও বলা চলে। এভাবেই তাইওয়ানের রাজধানীর ২৩ বছর বয়সী যুবতী ক্যারিনা লিনন পরিচিত।

বিকিনি থেকে যে কোনও স্বল্প পোশাক – ক্যারিনার আবেদনপূর্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় বিগ হিট! তবে নিজেকে একজন নার্স হিসেবেই পরিচয় দিতে চান এই তাইপেই সুন্দরী। তিনি বলেন, ‘আমি একজন নার্স। এবং এই পরিচয়ই রাখতে চাই। আমি কোনও মডেল বা অভিনেত্রী হতে চাই না। নিজেকে খুশি রাখতে যা প্রয়োজন, তাই করি।’

সত্যি! তার দেশ-বিদেশে ইন্সটাগ্রাম ভক্তরাও চান, ক্যারিনা আরও খুশি থাকুন ও তাদেরও খুশি করুক। অন্তত সেই খুশিতে, তার ছবি পোস্ট তো বন্ধ হবে না…!

১৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে