ঢাকির খোঁজে রাজার আমন্ত্রণ! 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক : কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে চলছে তিনদিনব্যাপী ঢাকঢোলের হাট।  হাটটি প্রায় ৫০০ বছরের পুরনো।  হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসবের অন্যতম অনুসঙ্গ ঢাকের বাজনা।
এ হাটে প্রতিবছর দুর্গাপূজার সময় বিভিন্ন জেলা থেকে পূজা আয়োজনকারীরা আসেন ঢাকি ও অন্যান্য বাদ্যযন্ত্রী ভাড়া করতে।  নানা জেলা থেকে জড়ো হন ঢাকিরা।
পাঁচদিন ধরে দিন-রাত সেখানে শোনা যায় ঢাকের বাজনা।  কটিয়াদি উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা জানান, স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী, এ মেলার ইতিহাস অন্তত পাঁচশ’ বছরের পুরনো।
ষোড়শ’ শতকের মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে পূজার আয়োজনের জন্য সেরা ঢাকির খোঁজ করতে গিয়ে বিক্রমপুর পরগনার প্রসিদ্ধ সব ঢাকিকে আমন্ত্রণ জানান।
এরপর সবার বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে।  সেই সময় থেকে ঢাক-ঢোলের হাটের শুরু।
দিলীপ কুমার সাহা জানান, এ হাটে ঘুরে ঘুরে বাদকদের বাজনা পরখ করে দেখেন পূজা আয়োজনকারীরা।  ঢাকীদের বাজনা পছন্দ হলে আর দরদামে মিল হলে এখান থেকেই পূজামণ্ডপে বাজানোর জন্য ঢাকি নিয়ে যায়।
১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �