স্পোর্টস ডেস্ক : মাঠে আসুন, সেলফি পাবেন। গুয়াতেমালার ফুটবলে এটা এখন নতুন স্লোগান। কিন্তু কেন? সুন্দরীর নাম লরা বেরিয়াত্তি। একুশ বছরের এই মহিলাই এখন গুয়াতেমালার ক্লাব ফুটবলের প্রধান আকর্ষণ। ডিপোর্টিভো ক্লাবের এই ফিজিওকে নিয়েই এখন সবথেকে বেশি আলোচনা।
মাত্র কয়েকমাস হল লরা যোগ দিয়েছেন এই ক্লাবের সঙ্গে। তারপর থেকেই নাকি মাঠে ও মাঠের বাইরে ডিপোর্টিভোর ম্যাজিক শুরু হয়েছে। গত বছর ক্লাব ছাড়েন দলের ফিজিও। মাথায় হাত পরে কর্তাদের। এই সময় এক বন্ধু মারফত চাকরির সন্ধান পান লরা।
ভেনেজুয়েলার এই তরুণীর কাজ পছন্দ হয় কর্মকর্তাদের। স্বচ্ছন্দ বোধ করেন ফুটবলাররাও। প্রথমদিন লরা মাঠে যেতে ফেনসিং-এর ধারেই শুরু হয় হুড়োহুড়ি। তাই ক্লাবের ঘোষণা, মাঠে আসুন সেলফি তুলন। একসময় ইভা, এই নামটা ঝড় তুলেছিল ইংলিশ ফুটবলে। চেলসির প্রাক্তন ফিজিও ছিলেন সবার হার্টথ্রব। এবার কি সেই জায়গাটা নিলেন লরা ?
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি