সোমবার, ২০ মার্চ, ২০১৭, ০৪:৪৯:২৭

মাঝ আকাশে পথ হারালো বিমান, আতঙ্কে যা শুরু করলেন যাত্রীরা

মাঝ আকাশে পথ হারালো বিমান, আতঙ্কে যা শুরু করলেন যাত্রীরা

এক্সক্লুসিভ ডেস্ক : ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে পোল্যান্ড যাচ্ছিলো বিমানটি। হঠাৎ পথ হারানোয় জরুরি অবতরণের ঘোষণা করেন পাইলট। আর তাতেই অস্থির হয়ে পড়েন বিমানে সফর করা যাত্রীরা। সবাই জরুরি ব্যবস্থা হিসেবে অক্সিজেন মাস্ক পড়ে নেন।

কেউবা আবার মৃত্যু নিশ্চিত জেনে পড়তে শুরু করেন বাইবেলসহ ধর্মীয় গ্রন্থ। কেউ কেউ গাইতে শুরু করেন ধর্মীয় গান। এমনটাই ঘটেছে টাইটান এয়ারওয়েজের বোয়িং ৭৬৭ বিমানে। বিমানটি লন্ডন থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলো।

সেসময় বিমানে থাকা এক এ ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, বিমানের জরুরি অবতরণের ঘোষণা শুনে অধিকাংশ যাত্রীরা মৃত্যু নিশ্চিত ধরে নিয়ে ঈশ্বরকে স্মরণ করতে থাকেন।

যদিও বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছিলো এবং কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু আতঙ্কের সে ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই ভিডিও সামনে আসতেই অনলাইনে ভাইরাল হয়ে গেছে। মৃত্যু ভয় যে কি, তা এই ভিডিওতে ফুটে উঠেছে।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে