স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ৫ মার্চে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগ পিএসএলের ফাইনালে শিরোপা জয়ের পর চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি এক টুইটে বলেছিলেন, ‘পেশোয়ার জালমির বিপক্ষে সিরিজ খেলার জন্য প্রস্তাব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক শাহরুখ খান।’ যদিও শেষ পর্যন্ত নিজের দাবি থেকে সরে আসতে বাধ্য হন তিনি।
এবার আগের মতো তেমনই একটি অনিশ্চিত বোম ফাটালেন পেশোয়ার জালমির এই মালিক। এবার তিনি আশা প্রকাশ করলেন, তার দলের ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি ইসলাম গ্রহণ করবেন। এ জন্য তিনি পেশোয়ার জালমি সমর্থকদের প্রতি আহ্বান জানান, তারা যেন আল্লাহর কাছে দোয়া করেন ড্যারেন স্যামির জন্য। তিনি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন।
উল্লেখ্য- সদ্যশেষ হওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএলে পেশোয়ার জালমির দলের অধিনায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ড্যারেন স্যামি। তার অসাধারণ নেতৃত্বে সেবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় জাভেদ আফ্রিদির দল পেশোয়ার জালমি। এ দলের হয়ে খেলেছিলেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি