মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ০৫:৩৬:১৭

৫,৬২,২২৫,০০,০০,০০০ টাকার মালিক বিল গিটস!

 ৫,৬২,২২৫,০০,০০,০০০ টাকার মালিক বিল গিটস!

এক্সক্লুসিভ ডেস্ক: স্কুলে বরাবর যেন ফার্স্ট বয় তিনি। এ নিয়ে পর পর চার বার ধনকুবের তালিকায় প্রথম স্থানটি দখল করে রাখলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি ২০১৭-র ধনকুবের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় প্রথম স্থানে থাকা বিল গেটসের মোট সম্পত্তির পরিমান ৮৬০০ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫,৬২,২২৫,০০,০০,০০০ টাকা। অর্থাত্ ৫ লাখ ৬২ হাজার ২২৫ কোটি টাকা।

গোটা বিশ্বের নিরিখে মুকেশ অম্বানির স্থান ৩৩ নম্বরে থাকলেও এ বারেও ভারতে তিনিই হলেন সবচেয়ে বিত্তশালী। রিপোর্টে প্রকাশ দেশে বিলিয়নারের সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে ১০১ জন বিলিনিয়র রয়েছেন ভারতে। অন্য দিকে, বিশ্বের প্রথম ১০র মধ্যে ৮জন বিলিনিয়রই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে, মার্কিন প্রেসিডেন্ট তথা শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প প্রথম পাঁচশোতেও জায়গা করতে পারেননি। এক নজরে দেখে নেওয়া যাক এ বারের ধনকুবের তালিকায় কারা জায়গা করে নিয়েছেন।-আনন্দবাজার
২১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে