শনিবার, ২৫ মার্চ, ২০১৭, ০৮:৫৭:৪৭

দৃষ্টিহীন সেনা কর্মকর্তা ও তার স্ত্রীর প্রেমকাহিনি শুনে আবেগতাড়িত স্বরাষ্ট্রমন্ত্রী

দৃষ্টিহীন সেনা কর্মকর্তা ও তার স্ত্রীর প্রেমকাহিনি শুনে আবেগতাড়িত স্বরাষ্ট্রমন্ত্রী

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সাধারণত এতটা আবেগতাড়িত হতে দেখা যায় না! স্পষ্টবক্তা, কড়া হাতে প্রশাসন সামলানোতে দক্ষ সেই রাজনাথ সিংই শনিবার এক দৃষ্টিহীন ভারতের সীমান্ত রক্ষী (বিএসএফ) সেনা কর্মকর্তার বাড়িতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন৷

২০০০ সালে এক হামলায় দৃষ্টিশক্তি হারান বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সন্দীপ মিশ্র৷ চোখে দেখতে পান না জেনেও তাকে বিয়ে করেন ইন্দ্রাক্ষীদেবী৷ এদিন তাদের বাড়িতেই মধ্যাহ্নভোজে যান রাজনাথ সিং৷ তাদের প্রেমকাহিনী শুনে অভিভূত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইন্দ্রাক্ষীদেবী জানতেন সন্দীপ মিশ্র দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ তবু তিনি শপথ নেন, স্বামীকে শক্তি দেবেন৷ তাকে সাহস জোগাবেন৷ ওদের দু’জনের প্রশংসা শেষ করব কীভাবে?”

এদিন তেকানপুরে বিএসএফ-এর ইউনিট ঘুরে দেখেন রাজনাথ সিং৷ সেখানে তিনি বলেন, “দেশের কোনও মানুষই একথা অস্বীকার করবেন না যে বিএসএফ এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও যশস্বী বাহিনী৷ জল, স্থল ও আকাশে- তিন জায়গাতেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে বিএসএফ৷ অনেকে বিএসএফ-কে ‘ফার্স্ট লাইন অফ ডিফেন্স’ বলেন, কিন্তু আমি বলি, বিএসফ হল ‘ফার্স্ট ওয়াল অফ ডিফেন্স৷’
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে