রবিবার, ২৬ মার্চ, ২০১৭, ০২:৪৮:৩৯

গুগলে আজ শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা

গুগলে আজ শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা

এক্সক্লুসিভ ডেস্ক: আজ ২৬ মার্চ,  বাংলাদেশের স্বাধীনতা দিবস। আর এই দিনটিকে স্মরণ করতে লাল-সবুজে সেজেছে গুগলের ডুডল। বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটি গুগল নিজেদের লোগো পাল্টে নতুন একটি ডুডল প্রকাশ করেছে।

গুগলের আজকের বিশেষ এই ডুডলে রয়েছে লাল-সবুজের সমারোহ। গাঢ় সবুজ পটভূমির ওপর সেখানে হালকা রঙে লেখা রয়েছে ‘গুগল’ নামটি। কিন্তু মাঝখানের টকটকে লাল রঙ দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয়েছে (ইংরেজ হরফে গুগলের দ্বিতীয় ও)।
ডুডলে অন্যান্য বর্ণের চেয়ে বড় করে লেখা এই ও-র ভেতর দেখা যাচ্ছে একজন শিশু (বা কন্যাকে)। লাল আর সবুজ রঙের মিলিত পোশাক পরে সে যেন বাংলারই প্রান্ত দিয়ে ছুটে চলেছে। তার একপাশে খোলা সবুজ প্রান্তর, অন্যপাশে টলটলে পানি, আর মাথার ওপর খোলা আকাশ। সেই আকাশে ভেসে চলেছে সাদা মেঘের ভেলা।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে যেন প্রকাশিত হয়েছে, দিগন্তজোড়া সেই সুন্দর প্রকৃতির মাঝে গর্বভরে স্বাধীনতা নিয়ে বিজয়ের পথে ছুটে চলা। আর তার হাতে মুক্ত বাতাসে উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা।
অনেকেই অনলাইনে গুগলের এ রূপ দেখে চমকে উঠেছেন। দারুণ এ ডুডলের জন্য অভিনন্দন জানাচ্ছেন গুগলকেও।
২৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে