বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ০৩:১৮:২৯

ঠেলাগাড়িতে করে ১০০ কেজি ওজনের সোনার কয়েন নিয়ে চম্পট!

ঠেলাগাড়িতে করে ১০০ কেজি ওজনের সোনার কয়েন নিয়ে চম্পট!

এক্সক্লুসিভ ডেস্ক: যেন খুব সাধারণ একটি ঘটনা। চোর ঠেলাগাড়ি নিয়ে একটি জাদুঘরে প্রবেশ করল। আর সেখান থেকে চুরি করে নিয়ে গেল একটি সোনার কয়েন। তাও যেনতেন কয়েন নয়, পুরো ১০০ কেজি ওজনের একটি কয়েন। মিলিয়ন মিলিয়ন ডলার এর মূল্য।

ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিনে। বোড মিউজিয়াম থেকে চুরি গেছে ১০০ কেজি (২২১ পাউন্ড) ওজনের ম্যাপল পাতা খোদিত এক সোনার কয়েন। পুলিশের সন্দেহ, এই বিশাল কয়েনটি বহন করে নিতে চোর হুইলব্যারো (ছোট আকারের ঠেলাগাড়ি) ব্যবহার করেছে।

পুলিশ আরো জানায়, গত সোমবার সকালে এ চুরির ঘটনা ঘটে। অন্তত দুজন চোর মই বেয়ে জানালা গলে জাদুঘরে প্রবেশ করে। এই ভবনের পাশ দিয়েই এলিভেটেড রেইলওয়ে চলে গেছে। ওই লাইন তাদের প্রবেশে সুবিধা করে দিয়েছে।

'বিগ ম্যাপল লিফ' নামের ওই কয়েনটি সংরক্ষিত ছিল জাদুঘরের কয়েন সংগ্রহশালায়। সেখান থেকেই তারা কয়েনটি একটি হুইলব্যারোতে বহন করে ওই রেলওয়ের সুবিধায় ভবনের বাইরে নিয়ে যায়। সেই রেলওয়ের মাধ্যমেই স্প্রি নদীর ওপারে। সেখানে রশি দিয়ে একটি পার্কে নামানো হয় কয়েনটি। পরে গাড়িতে করে চম্পট দেয় তারা।

২০.৯ ইঞ্চি ডায়ামিটারের কয়েনটির দেহ ১.২ ইঞ্চি পাতলা। এ কয়েনে ব্যবহৃত সোনার দামই ৪.৫ মিলিয়ন ডলার।-টাইমস অব ইন্ডিয়া
২৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে