বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ০৫:০৭:২৭

প্রকাশ্যেই রাস্তার মধ্যে প্রেমিকার পা ধরে কাঁদলেন প্রেমিক, অতঃপর..!

প্রকাশ্যেই রাস্তার মধ্যে প্রেমিকার পা ধরে কাঁদলেন প্রেমিক, অতঃপর..!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেম অন্ধ, প্রেম স্বর্গীয়। তবে প্রেমের পথ সব সময় মসৃণ হয় না। কখনও কখনও এমন পরিস্থিতি আসে, যখন প্রেমিক-প্রেমিকা যুগলের মধ্যে মান-অভিমান অনিবার্য হয়ে ওঠে। অবস্থা ত‌েমন গুরুতর হয়ে উঠলে ব্রেক আপ ঠেকানোও কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই কঠিন মুহুর্তের মোকাবেলা অনেক সময় অনেকেই করতে পারে না।

সম্প্রতি তেমনই এক মর্মান্তিক ব্রেক আপের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  ‘ভাইরাল ভিডিও’ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওর উৎস চীন। কোনও এক অজানা কারণে প্রেমিকের উপর রাগ করেছিলেন তরুণী। গতানুগতিক ঝগড়াঝাঁটির পরে ব্যাপার এমন‌ চরমে পৌঁছায় যে, ব্রেক আপের কথা ঘোষণা করে দেন প্রেমিকা। তাতেই একেবারে ভেঙে পড়েন যুবক। প্রকাশ্য রাস্তায় কাঁদতে কাঁদতে গার্লফ্রেন্ডের পায়ে পড়ে যান তিনি।  

সেই সময় ক্রমাগত বলতে থাকেন, ‘আমায় ক্ষমা করে দাও।’ কিন্তু তরুণীর মন অতো সহজে গলেনি। তিনি রাগের চোটে চড় মারতে থাকেন তার প্রেমিককে। প্রেমিকও নাছোড়বান্দা। তিনি এম‌ন ভাবে প্রেমিকার পা জড়িয়ে পড়ে থাকেন যে, প্রথমে মেয়েটির পায়ের জুতো, এবং তার পর তার স্টকিংগস খুলে বেরিয়ে আসে তার পা থেকে। সেই সময়েই কেউ দু’জনের ভিডিও তুলে নেন মোবাইলে।

শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে শেয়ার হওয়া টেক্সট থেকে জানা যায় যে, এই ঘটনার পরে তাদের ব্রেক-আপ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার দুনিয়া জুড়ে অজস্র মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকে যেমন মজা পেয়েছেন এই ভিডিও দেখে, তেমনই অনেকে আবার মেয়েটির নির্দয়তা দেখে ক্ষুব্ধও হয়েছেন। তাদের মনে হয়েছে, এমন আবেগময় ক্ষমাপ্রার্থনার পরেও কি ক্ষমা করে দেওয়া যেত না ওই যুবককে!
২৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে