বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ০৮:৪৩:২৭

বিশ্বের সেরা ১৫টি হাসপাতাল

বিশ্বের সেরা ১৫টি হাসপাতাল

এক্সক্লুসিভ ডেস্ক: প্রতি বছরের মতো এবারও ব়্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরা ১৫টি হাসপাতালের নাম প্রকাশ করেছে ব়্যাংকিং ওয়েব অফ হসপিটালস৷ সেখানে শুধু যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোরই জয়জয়কার৷ দেখুন তালিকাটি...

১. ক্লিভল্যান্ড ক্লিনিক, যুক্তরাষ্ট্র

২. সেন্ট জুডস চিল্ড্রেন রিসার্চ হসপিটাল, যুক্তরাষ্ট্র

৩. জন হপকিন্স মেডিসিন, যুক্তরাষ্ট্র

৪. মায়ো ক্লিনিক রচেস্টার অ্যান্ড স্কটসডেল, যুক্তরাষ্ট্র

৫. ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টার, যুক্তরাষ্ট

৬. এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, যুক্তরাষ্ট্র

৭. ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল, যুক্তরাষ্ট্র

৮. অ্যাসিসতঁ পুবলিক ওপিতঁ দে পাঁরি, ফ্রান্স

৯. মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টার, যুক্তরাষ্ট্র

১০. নিউ ইয়র্ক প্রেসবাইটারিয়ান, লোয়ার ম্যানহ্যাটন হসপিটাল, যুক্তরাষ্ট্র

১১. প্রভিডেন্স হেল্থ অ্যান্ড সার্ভিসেস, যুক্তরাষ্ট্র

১২. ডিয়ার’স হেড হসপিটাল সেন্টার, যুক্তরাষ্ট্র

১৩. বুদ্ধিস্ট সু চি জেনারেল হসপিটাল, তাইওয়ান

১৪. বেথ ইসরায়েল ডিকোনেস মেডিক্যাল সেন্টার, যুক্তরাষ্ট্র

১৫. তাইপে ভেটারেন্স জেনারেল হসপিটাল, তাইওয়ান-dw
৩০ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে