শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ০৬:২৬:৫৪

সৌরচালিত বাইক তৈরি করে তাক লাগালো ১৩ বছরের ছাত্র!

সৌরচালিত বাইক তৈরি করে তাক লাগালো ১৩ বছরের ছাত্র!

এক্সক্লুসিভ ডেস্ক : যে বয়সে ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনা ও মাঠে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে সেই বয়সে ১৩ বছরের অভিনীত কুমার একটা বড়সড় কৃতিত্বের অধিকারী হল। ভারতের হরিয়ানার এই স্কুল ছাত্র সৌরশক্তি চালিত বাইক তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

হরিয়ানার রেওয়ারির অভিনীতের এখন লক্ষ্য, সৌরচালিত গাড়ি তৈরি করা। অভনীত বলেছে, সে সৌরচালিত গাড়ি তৈরি করতে চায়, যার দাম টাটা ন্যানো গাড়ির চেয়ে কম হবে।

অভিনীত যে বাইকটি তৈরি করেছে তা সূর্যের আলোয় চার্জ করা হবে। এই বাইক পরিবেশবান্ধব, বায়ুদূষণ রোধে কার্যকর। কারণ এই বাইক থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকারক কিছুর নির্গমন হবে না।

যানবাহন থেকে বায়ুদূষণ একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধানে অভিনীতের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অভনীত বাচ্চাদের একটি সাইকেলে সোলার প্যানেল জুড়ে বাইকটি তৈরি করেছে। এতে একজনের বসার ব্যবস্থা রয়েছে। তার আবিষ্কার একেবারেই প্রাথমিক পর্যায়ে। কিন্তু তার এই আবিষ্কার বাণিজ্যিকভাবে কাজে লাগানো গেলে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি স্বল্প দামে বাইক কিনতে পারবেন সাধারণ মানুষ।

৩১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে