শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:৩০:৫০

ট্রেন ভাড়া করে আনা হয়েছিল ২৫০টি কুকুর-বরযাত্রীকে!

ট্রেন ভাড়া করে আনা হয়েছিল ২৫০টি কুকুর-বরযাত্রীকে!

এক্সক্লুসিভ ডেস্ক: ভারতের গুজরাটের জুনাগড় প্রাসাদে বসেছিল রাজকীয় বিয়ের আসর। জাঁকজমকের আর কিছু বাকি নেই। মহামূল্যবান অলঙ্কারে সজ্জিত কনে। গলায় ঝুলছে কয়েক লক্ষের মুক্তো-কণ্ঠহার। নাম তার রোশেনারা। বসে আছে বরের অপেক্ষায়।

জুনাগড়ের নবাব নিজে গেছেন স্টেশনে। বরযাত্রীদের স্বাগত জানাতে। একটা ট্রেন ভাড়া করে তারা আসছে ম্যাঙ্গালোর থেকে। প্রায় আড়াইশো জন বরযাত্রী নামল কামরা থেকে। বর সমেত তাদের বিশেষ অভ্যর্থনায় নিয়ে যাওয়া হল প্রাসাদে।

ধূমধামে বিয়ে হয়ে গেল। জুনাগাড়ের রাজার পোষা কুক্কুরীর সঙ্গে ম্যাঙ্গালোরের রাজার পোষা কুকুরের। খরচ হয়েছিল সেকালের যুগে কয়েক লাখ টাকা।

ঠিকই পড়ছেন। রোশেনারা ছিল জুনাগড়ের রাজার পোষা কুক্কুরী। সালঙ্কারা হয়ে বিয়ে করে গিয়েছিল ম্যাঙ্গালোর প্রাসাদে। বিয়ের সাক্ষী থাকতে ট্রেন ভাড়া করে আনা হয়েছিল ২৫০ জন কুকুর-বরযাত্রীকে।-ইন্টারনেট
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে