শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:৩৪:১২

এই হ্যান্ডব্যাগের দাম দিয়ে ২২ লাখ টাকা দামের গাড়ি কেনা যায়!

এই হ্যান্ডব্যাগের দাম দিয়ে ২২ লাখ টাকা দামের গাড়ি কেনা যায়!

এক্সক্লুসিভ ডেস্ক: ধনীদের জীবনযাপনে দেখে মেলে এই ব্যাগটির। মেয়েদের স্রেফ হ্যান্ডব্যাগ এটি। কিন্তু যেনতেন হ্যান্ডব্যাগ নয়। এটা যার হাতে রয়েছে সে যেন বলতে চাইছে, 'দেখো, আমি কতটা অর্থশালী!' বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ রাল্ফ লরেনের একটি পণ্য এটি। কিনতে গুনতে হবে ২৮ হাজার ডলার বা প্রায় সাড়ে ২২ লাখ টাকার মতো। এ দামে বেশ ভালো মানের একটি গাড়ি কেনা যায়।

ডিজাইনার রাল্ফ লরেনের স্ত্রীর নামে বের করা হয়েছে ব্যাগটি। তৈরি করা হয়েছে অ্যালিগেটরের (কুমির প্রজাতির একটি প্রাণী) শক্তপোক্ত চামড়া দিয়ে। পণ্যের বিবরণে বলা হয়, ব্যাগটি চরম ব্যবহারযোগ্য। মাঝারি সাইজের একটি ব্যাগ। ভেতরে যথেষ্ট জায়গা রয়েছে। পকেটে অনেক কিছু রাখা সম্ভব। বাইরে অ্যালিগেটরের চামড়ার ফিতার কাজ রয়েছে। এটা হাতে নিয়ে চলতে ফিরতে দারুণ আরাম। টেকসই বিষয়ে বিন্দুমাত্র চিন্তা না করলেও চলবে।

দামেই বোঝা যায়, সবার হাতে এই ব্যাগ পৌঁছবে না। তাই বলে যে এর ক্রেতার অভাব রয়েছে তাও নয়। অনেকে আবার বিশেষ ডিজাইন দিয়েও ব্যাগটি হাতে পেতে প্রস্তুত।-ইন্টারনেট
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে