বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১২:৪১:৩৩

চুলে কলপ দিয়ে সুন্দরী থেকে হলেন দানবী

চুলে কলপ দিয়ে সুন্দরী থেকে হলেন দানবী

এক্সক্লুসিভ ডেস্ক: উত্‍‌সবের হাল ফ্যাশন নিয়ে মাথাব্যথার শেষ নেই। কী রকম লুকে প্যান্ডেলে সবার নজর কাড়া যাবে, তার জন্য গত কয়েক মাসে কম কসরত্‍ করেনি বহু ফ্যাশন সচেতন। তবে চুলে বা মুখে ক্রিম বা হেয়ার ডাই লাগানোর আগে একটু সচেতন থাকবেন। নইলে ডিনিয়া রসুলের মতো অবস্থা হতে পারে আপনারও। একটি বিখ্যাত সংস্থার হেয়ার ডাই থেকে হওয়া অ্যালার্জি সুন্দরী ডিনিয়ার জীবন বিভীষিকা করে তুলেছে। ২০১২-র অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডিনিয়া ঠিক করেন চুলের রং বাদামি করে ফেলবেন। সেই মতো ‌ L'Oreal-এর একটি হেয়ার ডাই লাগান চুলে। জলে ধুয়ে নেওয়ার পর চুলের রংও মনের মতো হয়ে যায়। সেদিন রাতটা বেশ সুখেরই ছিল। কিন্তু পরের দিন সকাল যে এত ভয়ানক হতে চলেছে, তার আভাস ডিনিয়া পাননি ঘূণাক্ষরেও। সকালে আয়নায় নিজের মুখ দেখে চিত্‍‌কার করে ওঠেন তিনি। সুন্দরী ডিনিয়ার মুখে ফুলে বেলুনের মতো হয়ে গিয়েছে। নিজেকে দেখে রীতিমতো ভয় লাগছিল তাঁর। ডাক্তারের কাচে গিয়েও খুব একটা লাভ হয়নি। ফোলা ভাবটা একটু কমেছে। কিন্তু লাস্যময়ী ডিনিয়ার সেই মুখ আর ফিরবে না, সাফ জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। -এইসময় ২1 অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে