রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৮:১৫:০৬

যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা অঞ্চল ফেরত চায় রাশিয়া

যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা অঞ্চল ফেরত চায় রাশিয়া

এক্সক্লুসিভ ডেস্ক : রাশিয়ার শাসকেরা যুক্তরাষ্ট্রের কাছে দুই দেশের মধ্যে অবস্থিত আলাস্কা অঞ্চল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন ১৮৬৭ সালে। এরপর দেড় শতাব্দী পার হয়ে গেছে। এই বেচাকেনার দেড় শ’ বছর পূর্তির প্রাক্কালে অঞ্চলটি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন রাশিয়ার কট্টর জাতীয়তাবাদীরা। ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়ার তৎকালীন শাসক জার দ্বিতীয় আলেকজান্ডার।

দিনটি উপলক্ষে প্রতি বছরই কিছু অনুষ্ঠান আয়োজন করা হলেও এবার রাশিয়ার জাতীয়তাবাদীরা শোক স্মৃতি হিসেবে দিনটিকে পালন করতে চান। অনেকেই বিষয়টিকে দেখছেন জাতীয়তাবাদীদের রাজনৈতিক সুবিধা নেয়ার উপলক্ষ হিসেবে। আর ইতিহাসবিদরা ঘটনাটিকে তৎকালীন রুশ শাসকদের বড় ধরনের ভুল হিসেবে দেখে থাকেন। ১৮৬৭ সালের ৩০ মার্চ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আলাস্কা অঞ্চলটি মাত্র ৭২ লাখ মার্কিন ডলারে বিক্রি করে দেন জার দ্বিতীয় আলেকজান্ডার। বর্তমান সময়ে ওই অর্থের মূল্য ১২ কোটি মার্কিন ডলারের বেশি।

সম্প্রতি ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসিনভ একটি টিভি চ্যানেলকে বলেন, ‘আলাস্কা যদি এখন রাশিয়ার অংশ থাকতো, সমগ্র বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতিই হতো ভিন্ন’। ১৭৮৪ সালে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত (পূর্ব রুশ সীমান্তঘেঁষা) আলাস্কায় বসতি স্থাপন শুরু করে রাশিয়া। ওই সময় সেখানে বাণিজ্য কেন্দ্র ও মিশনারি কার্যক্রম চালাতো রুশরা। ১৮৬০-এর দশকে ক্রিমিয়া যুদ্ধে পরাজয়ের পর প্রচণ্ড অর্থসঙ্কটে পড়ে তারা। সে সময় ওই আমেরিকান অঞ্চলটি ব্রিটিশদের দ্বারা দখল হয়ে যাওয়ার ভয় থেকেই যুক্তরাষ্ট্রের সাথে আলাস্কা হস্তান্তরের চুক্তি করেন জার দ্বিতীয় আলেকজান্ডার।

যুক্তরাষ্ট্রের মেমফিস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আন্দ্রেই নামেনস্কি সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আলাস্কা ফেরত চাওয়ার দাবিটি এখন শুধু কট্টর জাতীয়তাবাদীদের মধ্যেই সীমিত নেই। তিনি বলেন, ‘যে জাতীয়তাবাদীরা রুশ ভূখণ্ডকে প্রসারিত করতে চান তাদের জন্য এটি একটি সুযোগ। তারা জাতির সামনে আমেরিকার অতীত আচরণকে নেতিবাচকভাবে তুলে ধরতে চাইছে’।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্র্রতি রাশিয়ার একটি পত্রিকাকে আলাস্কা বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘বিষয়টি অবশ্যই আবেগের। তবে আমেরিকা মহাদেশের বিষয়ে রাশিয়ানদের স্মৃতি জাগরিত করার একটি উপলক্ষ এটি’। আলাস্কা বিষয়ে এক প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘এ বিষয়ে কাজ করার দরকার নেই আমাদের।’ তবে অঞ্চলটিতে যুক্তরাষ্টের সামরিক কার্যক্রমকে তিনি উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট।

০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে