এক্সক্লুসিভ ডেস্ক : রেসলিং এরেনার সকল বাতি হটাৎ একযোগে নিভে যাওয়া। ব্যাকগ্রাউন্ডে ঘণ্টার আওয়াজ- ঢং-ঢং-ঢং। ঠিক যেন মৃত্যুঘণ্টা। একটি দৈত্যাকৃতির ব্যক্তি ধীর পদক্ষেপে রিঙ্গের দিকে হেটে আসছে। লম্বা চুলগুলো দিয়ে সমগ্র মুখমণ্ডল আবৃত। যেন সাক্ষাৎ যমদূত।
এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন! তিনি হলেন আমার আপনার সবার প্রিয় দি আন্ডারটেকার। ১৯৯০ সালে শুরু করে দীর্ঘ ২৫ ধরে তিনি দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করছেন রেসলিং এরেনা তথা রেসলিং ফ্যানদের মনের মাঝে। প্রথমেই তার দৈহিক অবয়বের বর্ণনা দেওয়া যাক। ঝাড়া ৬ ফুট ১০ ইঞ্চি লম্বা, ওজনে ৩২৮ পাউন্ড (বর্তমানে ২৯৯)। মাথাভর্তি ছিল মেয়েদের মত লম্বা চুল, ঝাঁকড়া নয়-সোজা হয়ে সামনে পেছনে সরাসরি নেমে গেছে। আর চুলের পিছনে ঢাকা পরত তার চোখ দুটি।
বেশিরভাগ রেসলারের মত চঞ্চল নয় চোখ দুটো। দ্রুত নয় তার পদক্ষেপ, চলাফেরা। বরং উল্টো- ধীরস্থির অনেকটাই। তারপরেও অবিশ্বাসও ক্ষিপ্র তিনি প্রতিপক্ষকে আক্রমণ করার সময়। আর তাছাড়া মার সহ্য করারও রয়েছে তার দারুণ ক্ষ্মতা। এ সব মিলিয়ে রেসলিং জগতে খ্যাতির শীর্ষে উঠে আসা একটি নাম দি আন্ডারটেকার। আন্ডারটেকার-এই নামটি কিন্তু তার পিতৃপ্রদত্ত নয়। পেশাগত ছদ্মনাম, এবং এই ছদ্মনামও একেবারে প্রথম দিকের নয়। এর আগেও একাধিকবার রিংনেম গ্রহণ করেছিলেন তিনি ( টেক্সাস রেড, মার্ক কেলাস, দ্যা কমান্ডো প্রভৃতি)।
জন্মের পর মা বাবা ছেলের নাম রেখেছিলেন মার্ক উইলিয়াম কালাওয়ে। জন্ম যুক্তরাষ্ট্রের টেক্সাসে, ১৯৬৫ সালের ২৪ মার্চ। পেশাগত রেসলিং জগতে প্রথম আগমন ঘটে ১৯৮৪ সালে। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র রেসলিং এসোসিয়েশনের ব্যানারে প্রথম কোন শিরোপা নিরধারনি ম্যাচে অংশ নেন। সেটি ছিল ইউএসডব্লিউ’এর অবিভক্ত শিরোপা। জেরী ললারকে পরাজিত করে শিরোপা জয় করলেও দীর্ঘদিন তিনি সেটা ধরে রাখতে পারেননি। কিছুদিন পর এই জেরীর কাছেই শিরোপাটি খোয়ান।
এরপর তিনি তার নতুন রিংনেম রাখেন দ্যা পানিশার। এই পানিশার নাম নিয়ে তিনি WCWA Texas Heavyweight শিরোপা জয় করেন। এক পর্যায় তিনি যোগ দেন ডব্লিউসিডব্লিউ’তে। এখানে তিনি স্কাইস্ক্যাপ গ্রুপের হয়ে একাধিক ট্যাগ টিম লড়াইয়ে অংশ নেন। সেসব লড়াইয়ে উল্লেখ করার মত তেমন কোন সাফল্য আসেনি।
ফলে তিনি আবার সিঙ্গেল প্রতিযোগিতায় ফিরে আসেন। এ সময় তিনি পল হেম্যানের (এই ব্যক্তির সাথে টেকারের দারুণ ইতিহাস, যা পরবর্তীতে বলা হবে) শরণাপন্ন হন। এবার আগের চেয়ে ভাল ফলাফল করেন। জনিএস, ব্রায়ান পিলম্যান, লেক্স লুগারের মত রেসলারদের পরাজিত করেন।
২৫ বছর ধরে রেসলিংয়ে রিংয়ে তিনি দাঁপিয়ে বেরিয়েঠছেন। মেরে তক্তা বানিয়েছেন অনেক নামী রেসলারকে। অবশেষে দর্শকদের কাঁদিয়ে ২৫ বছরের রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মার্ক ডব্লিউ ক্লাওয়ে। রেসলিং রিংয়ে তিনি ডেড ম্যান খ্যাত দ্যা আন্ডারটেকার নমেই বহুল পরিচিত।
রবিবার রেসলিং আসরের সবচেয়ে জমজমাট পর্ব রাসেলমেনিয়ার ৩৩ তম আসর বসেছিল ফ্লোরিযার অরল্যান্ডের ক্যম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। এদিনই রেসলার রোমান রিংসের সঙ্গে সর্বশেষ ম্যাচে রিংয়ে নেমেছিলেন ৫২-বছর বয়সী আন্ডারটেকার।
০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস