এক্সক্লুসিভ ডেস্ক: ভারতের তেলাঙ্গানা রাজ্যের এক মার্কিন প্রবাসী প্রযুক্তিবিদের লাশ তার সিয়াটলের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি।
ব্যক্তি জীবনে বিবাহিত মাধুর রেড্ডি গুডুর (৩৭) নামে ওই প্রযুক্তিবিদের এক কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রীও সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
ভারতের হায়দরাবাদের ৫০ কিলোমিটার দূরের ভোঙ্গিরে মাধুর পরিবারের বসবাস। তাদের পক্ষ থেকে মাধুর লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
গণমাধ্যমকে ওই প্রযুক্তিবিদের মা জানান, মৃত্যুর সংবাদ পাওয়ার আগে তিনি মোবাইলফোনে ছেলের নম্বর থেকে পাঠানো একটি এসএমএস পান। এতে তার ছেলে উল্লেখ করেছেন, 'প্রিয় মা, তুমি আমাকে ক্ষমা করো।'
তিনি আরও জানান, তার ছেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন। কয়েক বছর আগে তিনি প্রবাসে একটি বাড়িও কিনেছিলেন। তবে বৈবাহিক জীবনে তার ছেলে খুশি ছিলেন না এবং বেশ সমস্যার মধ্যে দিয়েই তিনি যাচ্ছিলেন তিনি।
এসব সমস্যা মিটিয়ে মাধুর দেশে ফেরার চিন্তা করছিল বলেও জানান তার মা।
তবে এ কারণেই প্রযুক্তিবিদ মাধুর আত্মহত্যা করেছেন কিনা তা তার মা নিশ্চিত করতে পারেননি।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে