শুক্রবার, ০৭ এপ্রিল, ২০১৭, ০৮:০৬:৫৩

‘ভালো নেতা, ভালো বোলার, একজন ভালো মানুষ মাশরাফি’

‘ভালো নেতা, ভালো বোলার, একজন ভালো মানুষ মাশরাফি’

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন সামনে থেকে। মাশরাফির অধিনায়কত্বে বাঘা-বাঘা দলকে পরাভূত করে বাংলাদেশ ছিনিয়ে এনেছে বিজয়মাল্য। বাংলাদেশ প্রিমিয়ার বিপিএলের টানা তিন আসরেও চ্যাম্পিয়ন হয় মাশরাফি।

প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের গর্বিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিলো। ২০১৫ সালে প্রথমবারের মতো মাশরাফিকে পেয়ে নাকি ‘অসন্তুষ্ট’ ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল মাশরাফিকে পেয়ে সন্তুষ্ট নন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাশরাফি নয়, গেল দুই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিব আল হাসানকে পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন তিনি।

আইসিসির সাবেক প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল বলেন, ‘সাকিবের জায়গায় মাশরাফি এসে গেছে, পেসার এসে গেছে। ওই জায়গাটাতে আমাদের একটা ঘাটতি আছে। আমরা মূলত সাকিবকে আইকন খেলোয়াড় ধরে এগোচ্ছিলাম। টিম কম্বিনেশন অনুযায়ী দলে আমাদের সাকিবের প্রয়োজন এসে গিয়েছিল।’

সাক্ষাৎকারে নাফিসা বলেন, ‘ভাগ্যের কারণেই হোক বা যে কারণেই হোক লটারি আমাদের পক্ষে ছিল না। মাশরাফি আসাতে দলে একটা ঘাটতি এসে গেছে, একজন ভালো নেতা, একজন ভালো বোলার, একজন ভালো মানুষ হিসেবে ভালো মাশরাফি। ইনশাআল্লাহ মাশরাফিই আমাদের ঘাটতি পূরন করবে।’

উল্লেখ্য- সেই বারই অথ্যাৎ ২০১৫ সালে বিপিএলে প্রথমবারের মতো মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ২০১৬ সালে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোয়াটার ফাইনালের মুখ দেখেনি।
০৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে