শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ১১:২২:০৩

বোয়িং ৭২৭ কিনে বানিয়ে ফেললেন বাড়ি!

বোয়িং ৭২৭ কিনে বানিয়ে ফেললেন বাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক: গুনে গুনে ২ লাখ ৪৩ হাজার ডলার খরচ করলেন ভদ্রলোক। একটি বোয়িং ৭২৭ বিমান কিনলেন। এটাকেই বাড়ি বানাবেন থাকার জন্য। আমেরিকার অরিগনের বনে থাকবে তার সেই বিমান।

নাম তার ব্রুস ক্যাম্পবেল। অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনি। পোর্টল্যান্ডের অরিগনের বনে তার সেই বিমানকে বাড়ি বানাতে দারুণ ব্যস্ত সময় কাটছে। থাকার সব ব্যবস্থাই প্রায় করে ফেলেছেন। গোসলের ঘরও বানিয়ে ফেলেছেন। এখন দরকার একটি টয়লেট।

অরিগনে ছয় মাস ধরে এই বিমানেই আছেন ব্রুস। এটাকে বাসযোগ্য করছেন। কিন্তু নতুন করে ঝোঁক চেপেছে তার। জাপান থেকে কিনতে চান আরেকটি বোয়িং ৭৪৭। অরিগনে ১০ একর জমি কিনেছেন ২৩ হাজার ডলারে। তাও কয়েক বছর আগে। আর সেখানে বিমানের বাড়ি বানানোর জন্য বিমানের পেছনে খরচ করেছেন ২ লাখ ২০ হাজার ডলার।

ডেইলি মিরর পত্রিকা জানায়, এটা বিশেষ এক বাড়ি হবে। বিমানের এই বাড়ি আমাকে একেবারে সতেজ রাখবে।-এমিরেটস
০৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে