শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ০৭:৫৯:৩১

৭০ বছরের পর ফের চালু কলকাতা-খুলনা ট্রেন

৭০ বছরের পর ফের চালু কলকাতা-খুলনা ট্রেন

এক্সক্লুসিভ ডেস্ক : ৭০ বছরের পর ফের চালু হল কলকাতা-খুলনা যাত্রীবাহী ট্রেন পরিষেবা৷ চলতি বছরের জুলাই মাস থেকে খুলনা থেকে পেট্রাপোল-বেনাপোল হয়ে কলকাতা পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী ট্রেন চালবে৷

শনিবার, যৌথভাবে দিল্লি থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এছাড়াও এদিন চালু হয় কলকাতা-খুলনা-ঢাকা বাস পরিষেবা৷ কলকাতায় মুখ্যমন্ত্রীর কার্যলয় ‘নবান্ন’ থেকে বাস পরিষেবার উদ্বোধন করা হয়৷ এই পরিষেবার মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে৷

এদিনের ঘোষণার পর এ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে এটি দ্বিতীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা৷ এর আগে ২০০৮ সালের এপ্রিল মাসে চালু হয় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস৷ তারপরই ট্রেনের সংখ্যা বাড়িয়ে তোলার দাবি জানায় দু’দেশের যাত্রীরা৷

উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের আগে শিয়ালদহ থেকে খুলনা ও যশোর পর্যন্ত নিয়মিত ট্রেন চলত৷ ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ৷ তার ৩০ বছর পর ২০০১ সালে পেট্রাপোল-বেনাপোল হয়ে শুরু হয় পণ্যবাহী ট্রেন পরিষেবা৷
০৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে