সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৭:৪৭:২০

নলকূপ থেকে পড়ছে তেল, গোটা গ্রাম অবাক!

নলকূপ থেকে পড়ছে তেল, গোটা গ্রাম অবাক!

এক্সক্লুসিভ ডেস্ক: গোটা গ্রাম অবাক। নলকূপ থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে তেল! ঘটনাটি ঘটেছে বিহারের নবাদা জেলার রোহ বাজার এলাকার এক বাড়িতে।

বাড়ির মালিক নিরঞ্জন সিংয়ের কথায়, ‘বেশ কিছুদিন হল দেখছিস নলকূপ থএকে জল বার করতেই গেলেই, পানির পরিবর্তে তেল পড়ছে। একটা কাপড় ভিজিয়ে তাতে আগুন দিয়ে দেখেছি, সেটা জ্বলছে। প্রতিদিন সকাল বেলা ৫ থেকে ৬ লিটার তেল বের হচ্ছে নলকূপ থেকে। '

নিরঞ্জন জানিয়েছেন এই তেল দিয়ে গাড়ি চালিয়েও দেখেছেন। তবে এই তেল পেট্রোল বা ডিজেল কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে গোটা গ্রামের লোক ব্যাপারটায় একটু হতবাকই হয়েছেন। সঙ্গে সঙ্গে বেশ চিন্তিত গোটা গ্রামের লোকদের স্বাস্থ্য নিয়ে। স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে পুরো ব্যাপারটা।-ইন্টারনেট
১০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে