বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০২:১৫:৪৯

২৪২ কেজি ওজন কমেছে ইমানের

২৪২ কেজি ওজন কমেছে ইমানের

এক্সক্লুসিভ ডেস্ক: মিশরের ইমান আহমেদ গত ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছিলেন চিকিৎসার জন্য। তখন তার ওজন ছিল ৫০০ কেজির কাছাকাছি। ২ মাসের মাথায় তার ওজন ২৪২ কেজি কমেছে বলে জানিয়েছেন ইমানের চিকিৎসক ডা: মুফজ্জল লাকড়াওয়ালা।

ডা: লাকড়াওয়ালা জানিয়েছেন, এক মাসের কিছু বেশি সময় ধরে বিশেষ ডায়েট চালু করা হয়েছিল ইমানের জন্য। তারপর গত ৭ মার্চ ৩৬ বছরের ইমানেক অস্ত্রোপচার হয়। বর্তমানে তার ওজন ২৬২ কেজি। ওজন কমার ফলে ইমানের শরীরে অঙ্গপ্রত্যঙ্গগুলো ভালোভাবে কাজ করতে শুরু করেছে।

তবে অস্ত্রোপচারের পর এত তাড়াতাড়ি ইমান চিকিৎসায় সাড়া দেবেন তা কল্পনা করতে পারেননি চিকিৎসকরাও। ল্যাপ্রোস্কোপিক স্লিভ গ্যাস্ট্রেকটোমি অস্ত্রোপচার ও বিশেষ ডায়েটের সাহায্যে ৫০ শতাংশ ওজন কমে গেছে ইমানের। চিকিৎসার পরবর্তী পদক্ষেপও ইমান সহজেই পেরিয়ে আসতে পারবেন বলে বিশ্বাস চিকিৎসকদের।

ইমানের ক্ষেত্রে এত তাড়াতাড়ি ওজন যে কমতে তা ভাবতে পারেননি চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, ইমানের কিডনি, লিভার, হার্ট উল্লেখজনকভাবে ভালোভাবে কাজ করতে শুরু করেছে। তবে এখনও ইমানের ডানদিক অসাড় হয়ে রয়েছে। চিকিৎসকদের ধারণা তিনবছর আগে ইমানের ব্রেন স্ট্রোকের ফলেই এই সমস্যা। আর সেই কারণেই ইমানের সিটি স্ক্যান করে দেখা হবে।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে