বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৫:১৯:৫০

চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন!

 চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন!

এক্সক্লুসিভ ডেস্ক: চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতা এবং দমদম স্টেশনের মাঝে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল অকাল তখত এক্সপ্রেস।

জানা গিয়েছে, এদিন সকালে কলকাতা থেকে অমৃতসর গামী অকাল তখত এক্সপ্রেস কলকাতা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় ট্রেনের কামরাগুলি। ট্রেনের গতি কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়েছিল দূরপাল্লার এই ট্রেনটি। এরপর ত্রুটি সারিয়ে ফের রওনা হয় অকাল তখত এক্সপ্রেস।

বড় কোনও দুর্ঘটনা ঘটলে কাজের দিনে ব্যাঘাত ঘটত শিয়ালদহ মেইন লাইনের রেল পরিষেবায়। সেই সব কিছু হয়নি। শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে