বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১১:০৯:১৭

কুকুরের জন্য রেলগাড়ি!

 কুকুরের জন্য রেলগাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের যাতায়াতের জন্যই রেলগাড়ি। আধুনিক বিজ্ঞানের কারিশমায় নিত্যনতুন আবিষ্কৃত হচ্ছে রেলগাড়ি। কিন্তু কুকুরের জন্য রেলগাড়ি তৈরি হয়েছে এমন কথা জানা না গেলেও এবার ঘটেছে তা-ই। এক ব্যক্তি কুকুরের জন্য বানিয়েছেন রেলগাড়ি! তাও আবার পোষা কুকুরের জন্য। এমন কাণ্ড ঘটিয়েছেন ইউজিন বস্টিক নামের এক ভদ্রলোক। কুকুরদের জন্য এই অভিনব রেলগাড়িটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ফোর্ট ওয়ার্থবাসী ইউজিন নিজেই। ৮০ বছর বয়সী কুকুরপ্রেমী ছিলেন ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের এক সাবেক কর্মচারী। ডেইজি, বাডি, মিস নিল, জ্যাক, মিকি, চোবি, ক্লাইড এবং বনি নামের ৮টি কুকুরের জন্য রেলগাড়িটি তৈরি করলেন তিনি। ড্রাম দিয়ে নিজের বুদ্ধিতে গাড়িটি তৈরি করেন ওই ব্যক্তি। সপ্তাহে অন্তত দু’দিন রেলগাড়িতে চেপে ভ্রমণে বের হয় তারা। কুকুরের রেলগাড়িটি তৈরি করা হয়েছে ৫৫ গ্যালনের ৮টি পানির ড্রাম দিয়ে। ড্রামগুলোকে আড়াআড়িভাবে ঠিক মাঝখান দিয়ে কেটে কুকুরদের বসার জন্য সিট তৈরি করা হয়েছে। প্রতিটি সিটেই দেয়া হয়েছে আরামদায়ক বালিশ। ৮৭ বছর বয়সী ইউজিন জানান, বের হওয়ার প্রস্তুতি দেখেই কুকুরগুলো রেলগাড়িতে চড়ার জন্য লাফঝাঁপ শুরু করে দেয়। তিনি জানান, আমি কুকুরদের বেড়ানোর জন্য চাকাওয়ালা একটি গাড়ি তৈরির কথা ভাবি। যেটা আমার গাড়ির পেছনে সংযুক্ত থাকবে। শেষ পর্যন্ত চিন্তা কাজে লাগিয়ে রেলগাড়িটি বানাতে সক্ষম হই। এখন কুকুরগুলোকে নিয়ে খুব আরামে বেড়াতে পারি। ওরা অবলা পশু হলেও ওদের স্বাদ আমি পূরণ করছি বলে জানান তিনি। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে