শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০৯:৫৭

এটাই বিশ্বের সবচেয়ে দামি হীরা!

এটাই বিশ্বের সবচেয়ে দামি হীরা!

এক্সক্লুসিভ ডেস্ক: গোলাপী বর্ণের একটি হীরাই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি হীরা। সম্প্রতি নিলামে এটি বিক্রি হয়েছে ৭.১২ কোটি মার্কিন ডলারে।  

৫৯.৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হীরাটি পাওয়া যায় ১৯৯৯ সালে আফ্রিকায়। কাঁচা হীরা খণ্ডটি ছিল ১৩২.৫ ক্যারেটের। দু'বছর ধরে হীরাটি কাটা হয়। মঙ্গলবার ডাকা নিলামে হংকংয়ের একটি গয়নার দোকান হীরাটি কিনেছে।  

নিলামে পিঙ্ক স্টার নামক এই হীরাটির দাম ছাড়িয়ে যায় জেনেভায় বিক্রি হওয়া নীল হিরের দামকেও। জেনেভায় ক্রিস্টির নিলামে ব্লু ডায়মন্ডের দাম উঠেছিল ৫.৭৫ কোটি মার্কিন ডলার।  

পিঙ্ক স্টার নিলামের সময় সর্বোচ্চ দাম হাঁকে নিউ ইয়র্কের হিরে সংস্থা উল্ফ অ্যান্ড আ গ্রুপ অফ ইনভেস্টরস। কিন্তু হংকংয়ের ওই গয়না বিক্রেতা সেই দামকেও ছাড়িয়ে ৭.১২ কোটি মার্কিন ডলার হাঁকেন।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে