শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৩:২৩:০২

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! এই এক ছবি, অনেক কথা বলে

 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! এই এক ছবি, অনেক কথা বলে

এক্সক্লুসিভ ডেস্ক: সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এক নারী স্কুটার চালাচ্ছিলেন, অপর নারী ব্যাকসিটে বসে ছিলেন।   নববর্ষের অথবা চৈত্র সংক্রান্তির সাজে ছিলেন দুই নারী।   এই ছবিটি ভাইরাল হবার পেছনের কারণ হচ্ছে, 'উইমেন এমপাওয়ারমেন্ট। '  নারীরাও যে পারে এই বিষয়টি ছবিতে ফুটে উঠছে। এই একটি ছবিই নারীদের পক্ষে অনেক কথা বলে ফেলে।  

শুধু যে ব্যাকসিটেই বসে নয়, সামনের এস্কেলেটরও হ্যান্ডেল করতে পারে বিষয়টি সেরকমভাবেই তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পস্টে। গতকাল কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল ছবিটি ফেসবুকে পোস্ট করেন।   তিনি নববর্ষের প্রাক্কালে ছবির সাথে শুভেচ্ছাবাণী পোস্ট করে লিখেছেন, 'শুভ নববর্ষ সবাই কে! প্রত্যেক বাঙালি যেন নিজের মতো করে নিরাপদে, স্বাচ্ছন্দে , এবং সসম্মানে উদযাপন করতে পারে এই উৎসব, চলুন সেই দিকটা খেয়াল রাখি.. আপনার নতুন বছর হোক আরো বর্ণিল ও ভালোবাসাময়। '

বাঙালির সকল উৎসবে নারীদের চলার পথ মসৃণ হোক। এমনটা সবার কাম্য, আলোচিত পোস্টে অনেকের মন্তব্য এটা।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচ/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে