এক্সক্লুসিভ ডেস্ক : শ’খানেক মানুষের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন সাফিয়া খান৷ গিয়েছিলেন আরেক নারীকে উদ্ধার করতে৷ তার দিকে তেড়ে এলেন একজন৷ ভয় না পেয়ে চোখে চোখ রেখে তাকালেন৷ সেই থেকে সাফিয়া অনেকের কাছেই প্রতিবাদী নারীর প্রতীক৷ খবর ডয়েস ভেলে’র।
ভিডিওটি এ পর্যন্ত এক লক্ষ ১৩ হাজার ৭৪১ বার দেখা হয়েছে এবং এটা নিশ্চিত যে, আগামীতে আরো বহুবার দেখা হবে৷ এই ভিডিওতেই যে সেদিনের ঘটনাটি নিজের মুখে বলছেন সাফিয়া! ভিডিওতে হিজাব পরা যে নারীকে দেখা যায় তার নাম সায়রা জাফর৷ গত সপ্তাহান্তে ইংল্যান্ডের বার্মিংহামে তাকে বাঁচাতে গিয়েই সারা বিশ্বের খবর হয়েছেন সাফিয়া৷
বার্মিংহামে সেদিন উগ্র ডানপন্থি এবং মুসলিমবিদ্বেষী সংগঠন হিসেবে পরিচিত ইংলিশ ডিফেন্স লিগ (ইডিএল) প্রতিবাদ মিছিল করছিল৷ গত কয়েকদিনে বিশ্বের বিভিন্ন স্থানের জঙ্গি হামলার প্রতিবাদ এবং সেগুলোতে হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতেই সমবেত হয়েছিল ইএফএল-এর শ'খানেক সমর্থক৷
সেই পথ দিয়েই যাচ্ছিলেন সায়রা জাফর৷ যাবার সময় ইডিএল কর্মীদের তিনি ‘রেসিস্ট’ বলেছেন বলে অভিযোগ৷ সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন ইডিএল কর্মী তাকে ঘিরে ধরে হেনস্থা করতে শুরু করে৷ দূর থেকে এ দৃশ্য দেখে সাফিয়া দ্রুত এগিয়ে যান৷ তার দিকে তেড়ে আসে একজন৷
এত লোকের ভিড়ে কারো সঙ্গে বিবাদে জড়ালে বিপদ হতে পারে ভেবে পিছিয়ে যাননি বসনীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত এই নারী৷ ইডিএল সমর্থকের অগ্নিদৃষ্টির জবাবে তিনি শুধু মৃদু হাসছিলেন৷ কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশ এসে দু'জনকে সরিয়ে নেয়৷
কিন্তু ঐ ফাঁকে সাফিয়া খানের প্রতিবাদকারীর ভূমিকায় নির্ভিক অবস্থানের ছবি তুলে ফেলেছিলেন প্রেস অ্যাসোসিয়েশনের ফটোগ্রাফার জো গিডেনস৷ খুব তাড়াতাড়িই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি৷ ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিকে ‘সপ্তাহের সেরা ছবি’-র মর্যাদা দিয়েছে অনেক সংবাদমাধ্যম৷
১৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস