রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৮:৩৮:৪২

তরমুজ খান? নিচের বিষয়গুলো খেয়াল না করলে হতে পারে মারাত্মক ক্ষতি

তরমুজ খান? নিচের বিষয়গুলো খেয়াল না করলে হতে পারে মারাত্মক ক্ষতি

এক্সক্লুসিভ ডেস্ক:  প্রচণ্ড গরমে স্বস্তি খুঁজতে অনেকেই তরমুজ খান। পানিতে ভরা এ ফলের গরমে কোনো বিকল্প নেই। উপকারিতাও কম নয়। কিন্তু একটু বেচাল হতে কিন্তু ক্ষতিও হতে পারে মারাত্মক।

তাহলে তরমুজ খাওয়ার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখবেন?

দিনের যেকোনো সময় তরমুজ খান। তাতে কোনো আপত্তি বা অসুবিধা নেই। কিন্তু রাতে বা ডিনারের পর ফল হিসেবে তরমুজকে না রাখারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আগে জেনে নেয়া যাক, তরমুজের উপকারিতা কী কী? এ ফলের প্রায় পঁচানব্বই শতাংশই পানি। তাই এই গরমে শরীরে পানির অভাব পূরণ করতে তরমুজ অদ্বিতীয়। এছাড়া সুগারের ঘাটতি পূরণ করতেও এর জুড়ি মেলা ভার। ব্লাড প্রেসার ঠিক রাখা থেকে কিডনি ও হার্টের সমস্যাও দূর করতে ওস্তাদ তরমুজ। এছাড়া এ ফলে থাকে পটাশিয়াম। তাও শরীরের জন্য অত্যন্ত কার্যকরী। এই গরমে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতেও জরুরি এ ফল। তবে রাতে খেলে কিন্তু হিতে বিপরীত।

কী কী ক্ষতি হতে পারে সেক্ষেত্রে?

১. হজমের ক্ষেত্রে তরমুজ যে সুপাচ্য তা বলা যাবে না। তাই রাতে খেলে পেটের গোলমাল হওয়ার তীব্র আশঙ্কা দেখা যায়। রাতের দিকে হজম প্রক্রিয়া ধীরগতিতে চলে। ফলে তরমুজ সেখানে বিপাকে ফেলতে পারে।

২. যেহেতু তরমুজে সুগারের পরিমাণ বেশি। তাই রাতে এ ফল খেলে ওজন বাড়ার আশঙ্কা বেশি থাকতে পারে।

৩. যেহেতু তরমুজে পানিও প্রচুর পরিমাণে থাকে, দিনে তা উপকারি হলেও, রাতে বিপাকে ফেলতে পারে। কেননা এর ফলে ঘনঘন প্রস্রাবের বেগ আসতে পারে। তার জেরে ঘুম নষ্ট ও ঘুম কম হওয়াজনিত নানা সমস্যা দেখা যেতে পারে।

এই কটি কারণের জন্যই রাতে তরমুজ না খাওয়ার পরমার্শ ডাক্তারদের। তবে রাতে ছাড়া দিনের যেকোনো সময়ে খাওয়ার জন্য গরমে এ ফলের জুড়ি মেলা ভার।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে