রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৯:৫৩:০২

ছাগল চরাচ্ছে 'রাষ্ট্রপতি', সবজি কিনতে বাজারে গিয়েছেন 'প্রধানমন্ত্রী'!

ছাগল চরাচ্ছে 'রাষ্ট্রপতি', সবজি কিনতে বাজারে গিয়েছেন 'প্রধানমন্ত্রী'!

এক্সক্লুসিভ ডেস্ক : রাষ্ট্রপতি গিয়েছেন ছাগল চরাতে। সবজি কিনতে বাজারে গিয়েছেন প্রধানমন্ত্রী । কী? অবাক হলেন? দাঁড়ান, দাঁড়ান। অবাক হওয়ার জন্য আরও অনেক কিছু বাকি রয়েছে। যদি বলি, প্রচণ্ড পেট খারাপ নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছে স্যামসাঙ বা অ্যান্ড্রয়েড।

একটু খোলসা করা যাক। ভারতের রাজস্থানের রামনগর গ্রামের চলই এটা। জেলাপ্রশাসনের সদর দপ্তরের থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এই গ্রামে কঞ্জর সম্প্রদায়ের ৫০০-র কিছু বেশি মানুষের বাস। এই গ্রামে বাচ্চা জন্মালেই নাম রাখা হয় উঁচু কোনও সরকারি পোস্ট, জনপ্রিয় ব্যক্তিত্ব বা কোম্পানি অথবা বড় বড় অফিসের নামে। খবর ইন্ডিয়া টাইমসের।

রামনগর গ্রামে 'রাষ্ট্রপতি', 'প্রধানমন্ত্রী', 'স্যামসাঙ', 'অ্যান্ড্রয়েড' নামের ব্যক্তিরা ছাড়াও রয়েছেন এমন মানুষজন যাদের নাম 'সিম কার্ড', 'চিপ', 'জিয়োনি', 'মিস কল', 'মুখ্যমন্ত্রী', 'রাজ্যপাল', 'কালেক্টর' ও 'হাইকোর্ট'।

গ্রামের অধিকাংশই নিরক্ষর। জেলার কালেক্টর একবার গ্রাম পরিদর্শনে এলে তাকে দেখে এক বৃদ্ধা এতটাই মুগ্ধ হয়ে যান যে, তিনি তার নাতির নাম রেখে দেন কালেক্টর। নামে কালেক্টর হলেও সেই ব্যক্তি কোনওদিন স্কুলের মুখ দেখেননি। এখন তার বয়স ৫০। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একনিষ্ঠ এক ফ্যানের নাম কংগ্রেস। আর তিনি তাঁর পরিবারে কারওকে সোনিয়া, রাহুল বা প্রিয়াঙ্কা নাম দিয়েছেন।

বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির জন্মের সময় তার দাদুকে একটি ফৌজদারী মামলায় জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। সে জন্য ওই ব্যক্তির নাম রাখা হয়েছিল হাইকোর্ট। পাশের আর এক গ্রাম আর্নিয়ায় মহিলারা পরিচিত নমকিন, জিলিপি, মিঠাই-সহ নানা অদ্ভূত নামে।
১৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে