সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:২৭:২৩

উড়ন্ত বিমানে ৫ মহিলার হাতাহাতি নিয়ে বিপজ্জনক কান্ড!

উড়ন্ত বিমানে ৫ মহিলার হাতাহাতি নিয়ে বিপজ্জনক কান্ড!

এক্সক্লুসিভ ডেস্ক: বাসে, ট্রেনে চলার সময় প্রায়ই ঝগড়া বা তর্ক করতে দেখা যায় যাত্রীদের নিজেদের মধ্যে। কখনও বসার আসন পাওয়া নিয়ে। কখনও লোকের পায়ের উপর পা দিয়ে ফেলার জন্য। কখনও বা গায়ে- গা ঠেকিয়ে দাঁড়ানোর জন্য ছোটখাটো অশান্তি লেগেই থাকে।
মিরপুর- গুলিস্তান রুটের বাসে না, যা হয়েছে আমেরিকায়!

তাও কোনও লোকাল বাসে নয়, একেবারে ফ্লাইটে! বালটিমোর থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল একটি বিমান। সফরের মাঝে দুই মহিলা যাত্রী তাঁদের মিউজিক সিস্টেমে জোরে জোরে গান শুনছিলেন। এতে অস্বস্তি হচ্ছিল বাকি যাত্রীদেরও। কিন্তু থামেননি ওই দুই মহিলা। তাঁরা বক্সে আরও জোরে গান বাজানো শুরু করেন। এই ঘটনায় ক্ষেপে ওঠেন অন্য কয়েকজন মহিলা যাত্রী।

ব্যস, বেধে যায় হাতাহাতি। পাঁচ মহিলা যাত্রী একে অপরের উপর ঝাপিয়ে পড়েন। কেউ টানেন চুলের মুটি। কেউ বা মারেন সজোরে ঘুসি।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে