এক্সক্লুসিভ ডেস্ক: আগাস্টিয়া জশুয়াল। বয়স মাত্র ১১। এই বয়সেই উচ্চ মাধ্যমিক পাস করে খবরের শিরোনাম হয়েছে সে।
সাধারণত ১৭ বছর বয়সে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করে সবাই। তবে জশুয়াল ৬ বছর আগেই এইচএসসির গণ্ডি পেরিয়ে আলোড়ন ফেলে দিয়েছে।
জশুয়াল ভারতের হায়দরাবাদের বাসিন্দা। তার বাবা আশ্বিনি কুমার জানিয়েছেন, ৬৩ শতাংশ নম্বর পেয়ে তার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে।
জশুয়াল হায়দরাবাদ রাজ্যের সর্বকনিষ্ঠ এইচএসসি পাস বলেও দাবি করেন তার বাবা।
জশুয়াল সেন্ট মেরি জুনিয়র কলেজের ছাত্র। চলতি বছরের মার্চে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। রোববার এই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে এসএসসি পাস করে জশুয়াল। তার বড় বোন নেইনা জশুয়াল আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়।
তিনি মাত্র ১৫ বছর বয়সে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে তার পোস্ট গ্রাডুয়েশন ডিগ্রি সম্পন্ন করেন।-এনডিটিভি
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস