মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০১:৫৮:৪২

বিশ্বের উচ্চতম ভবন তৈরি হচ্ছে ভারতে

বিশ্বের উচ্চতম ভবন তৈরি হচ্ছে ভারতে

এক্সক্লুসিভ ডেস্ক:  বিশ্বের উচ্চতম ভবন তৈরি হচ্ছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের ১৬৩ তলার বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচে’ উচু ভবন।

হিন্দুস্তান টাইমস জানায়, বিশাল পরিকল্পনাটি দেশটির কেন্দ্রীয় জাহাজ, সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির। তিনি মুম্বাই বন্দরকে কেন্দ্র করে গোটা এলাকার চেহারা পাল্টে ফেলতে উদ্যোগী হয়েছেন। মুম্বাই পোর্ট ট্রাস্ট এলাকার বৃহৎ এলাকাকে নতুন রূপ দিতে তিনি উদ্যোগী হয়েছেন।

নিতিন জানিয়েছেন, পুরো পরিকল্পনাই তৈরি হয়ে গেছে। আপাতত কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। পোর্ট ট্রাস্টের জমি কাউকে বিক্রি করা হবে না। তবে সেই জমিকে কাজে লাগিয়ে শহরকে নতুন রূপ দেয়া হবে।

গ্রিন-স্মার্ট রাস্তা তৈরি হবে যা মেরিন ড্রাইভের চেয়ে তিনগুণ বড় হবে। এমনকী বুর্জ খলিজার চেয়ে বৃহৎ ইমারত তৈরি করা হবে। মোট ৫০০ হেক্টর এলাকা জুড়ে বন্দরের পাশাপাশি ব্যবসা কেন্দ্র, অফিস, শপিং মলসহ বিনোদনের নানা ব্যবস্থা এবং আরও অনেক কিছু গড়ে তোলা হবে।

এদিকে মুম্বাইয়ে মাঝ সমুদ্রে ৩৬০০ কোটি টাকা ব্যয়ে ১৯০ মিটার উঁচু ছত্রপতি শিবাজীর মূর্তি গড়ে তোলা হচ্ছে। গেলো বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রকল্পের উদ্বোধন করেন।

মূর্তিটি আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির চেয়ে উচ্চতায় দ্বিগুণ ও বিশ্বের সবচেয়ে উঁচু সৌধ চীনের বুদ্ধমূর্তির চেয়ে ৪০ মিটার উঁচু।
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে